শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় বিডিআর বিদ্রোহে আহত, নিহত ও চাকরিচ্যুত পরিবারের সদস্যদের মানববন্ধন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিডিআর বিদ্রোহে আহত, নিহত ও চাকরিচ্যুত পরিবারের সদস্যদের মানববন্ধন 

২০০৯ সালে বিডিআর বিদ্রোহে আহত, নিহত ও চাকরিচ্যুতদের পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। বৃষ্টিকে উপেক্ষা করে রোববার (১৮ আগস্ট) এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে লিখিত বক্তব্যে চাকরিচ্যুত পরিবারের সদস্যরা বলেন, আমরা চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সব থানা এলাকার (বাসিন্দা) চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের অসহায় মানুষ। 

বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রধান উপদেষ্টা ডা. ইউনুসের প্রতি বিনয়ের সঙ্গে বলেন, বিগত ২০০৯ সালের ২৫/২৬ ফেব্রুয়ারি  পিলখানাসহ সারা দেশের ইউনিটসমূহে যে অনাকাংখিত ঘটনা ঘটেছিলো, তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। 

তার প্রতিদানে পিলখানাসহ সব ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করেছিল। সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা। কোন আইনজীবী নিয়োগ দেয়াও নিষেধ ছিলো এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা, যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাকরি হারানো বিডিআর সদস্যদের মধ্যে আব্দুল্লাহ হক মালিক, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ ওরফে আব্দুল্লাহ, মোজাম্মেল হক, দিদার আলী, মিজানুর রহমান, কলেহার হোসেন, বকুল আহমেদ প্রমুখ।

টিএইচ